Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

এ উপজেলা কৃষি প্রধান এলাকা। এখানকার মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। দোঁ-আশ, এঁটেল ও বেলে মাটির উর্বর এলাকায় কৃষকের প্রধান ফসল ধান, পাট, গম, আলু, সরিষা, মরিচ, কপি, চিনা বাদাম, আখ, ভুট্টাসহ ডাল জাতীয় ফসল। আবাদযোগ্য জমির পরিমাণ ২৯২৪৭ হেক্টর, অনাবাদি জমির পরিমাণ ৩১১৪ হেক্টর, পতিত জমি ৭৫৪৩ হেক্টর। মোট পরিবারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৫০টি। এর মধ্যে কৃষি পরিবারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬২০টি। বড় কৃষক ৪ হাজার ১৪০ জন, মাঝারি কৃষক ৬ হাজার ৯০০ জন, ছোট/ক্ষুদ্র কৃষক ৫৬ হাজার ৩০০, প্রান্তিক কৃষক ৪৮ হাজার ১৮০, ভূমিহীন কৃষক ৭ হাজার ১০০ জন। প্রতি বছরে বামনডাঙ্গা, সোনারায়, রামজীবন, ধোপাডাঙ্গা ইউনিয়নে ভারী বর্ষণের ফলে নিচু এলাকার রোপণকৃত ধান নিমজ্জিত হয়ে পড়ে। এছাড়া ৬টি ইউনিয়নে অবস্থিত চরাঞ্চলে রোপণকৃত রোপা আমন ধান হঠাৎ বন্যায় নিমজ্জিত হয়ে যায়। জলাশয় আছে ১৭১টি।